
শাহ নেওয়াজ ( ১৯৮৫)
সভাপতি
শিক্ষা ও সমাজ উন্নয়নের এক অনন্য নিদর্শন আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়। কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী এলাকার সূর্য সন্তান চেরাগ আলী মিয়া, যিনি “বড় মিয়া” নামে সমধিক পরিচিত, তার দূরদর্শী চিন্তা ও অবদানে গড়ে উঠেছে এই বিদ্যাপীঠ। এলাকার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা আজও স্মরণীয়। এতে সহযোগিতা করেন তাঁর ভাই বজলুর রহমান (ছোট মিয়া)। তাদের এই অবদান আমড়াতলীর শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় সৃষ্টি করে।
প্রাথমিক বিদ্যালয়:
১৯৫০ খ্রিস্টাব্দে আমড়াতলীর বিখ্যাত বকুল গাছের পাশে একটি ছোট কাঁচা ঘরে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে যেখানে আব্দুল হক স্যারের বাড়ি, সেখানেই একদিন শিশুদের কলকাকলিতে মুখরিত হতো এই শিক্ষাকেন্দ্র। এটি ছিল এলাকার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যা পরবর্তীতে বড় মিয়া ও ছোট মিয়া-এর প্রচেষ্টায় বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।
সভাপতি
সাধারন সম্পাদক
সহ সভাপতি
সহ সভাপতি
সহ সভাপতি
সহ সভাপতি
সহ সভাপতি
যুগ্ম সাধারন সম্পাদক
যুগ্ম সাধারন সম্পাদক
যুগ্ম সাধারন সম্পাদক
যুগ্ম সাধারন সম্পাদক
অর্থ সম্পাদক
ময়নামতির পাদদেশে কুমিল্লা শহর থেকে প্রায় ২৬ কি.মি. দূরে লালমাই পাহাড়ে ঘেরা
বরুড়া উপজেলার প্রখ্যাত্ব ব্যক্তিত্বগণের মধ্যে – ১.মোঃ গাজী(ভাউকসারের জমিদার,নবাব ফয়জুন্নেছা চৌধুরীর স্বামী),
এ কথার যথেষ্ট প্রমাণ রয়েছে চান্দিনা থানার দক্ষিন অংশকে আলাদা থানা হিসাবে
© 2025 amaratoli.com. All Rights Reserved.